আজকের আলোচিত ছবি: ৯ ফেব্রুয়ারি ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আজ তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে ‘বাংলাদেশের অর্থনীতি: সাম্প্রতিক চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয়’ বিষয়ক সভায় সভাপতিত্ব করেন। ছবি: পিআইডি
-
কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আজ ঢাকায় মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটে নবনির্মিত মৃত্তিকা ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। ছবি: পিআইডি
-
মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদের সাথে আজ মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিনিধিদল সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি
-
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি আজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘অপারেশন ডেভিল হান্ট’ সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেন। ছবি: পিআইডি
-
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আজ রাঙ্গামাটি জেলা পরিষদের সভাকক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান, সদস্য ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। ছবি: পিআইডি
-
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সাথে ঢাকায় মন্ত্রণালয়ের সভাকক্ষে বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার এবং ভাইস প্রেসিডেন্ট (গ্লোব্যাল) এম পাবলো আলফোনসো সাভেদ্রা কসতাস সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি