আজকের আলোচিত ছবি: ১২ ফেব্রুয়ারি ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সাথে আজ ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে ওমানের বিদায়ী রাষ্ট্রদূত আবদুল গাফফার বিন আবদুল করিম আল-বুলুশি সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আজ রাজধানীর আগারগাঁওয়ে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুম করে আটকে রাখার গোপন বন্দিশালা আয়নাঘর পরিদর্শন করেন। এ সময় কয়েকজন উপদেষ্টা উপস্থিত ছিলেন। ছবি: পিআইডি
-
মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ আজ ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমিতে ঢাকা বিভাগের অদম্য নারীদের সংবর্ধনায় ‘অদম্য নারী পুরস্কার-২০২৪’র ক্রেস্ট তুলে দেন। ছবি: পিআইডি
-
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আজ গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৫তম জাতীয় সমাবেশে বাহিনীর সদস্যদের সাথে ফটোসেশনে অংশ নেন। ছবি: পিআইডি
-
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে আজ পরিবেশগত সংকটাপন্ন সেন্টমার্টিন দ্বীপে প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ২০০ জন স্থানীয় স্বেচ্ছাসেবকের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। ছবি: পিআইডি
-
রাজধানীর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) কনফারেন্স হলে আজ জাগো নিউজ আয়োজিত ‘ভোক্তার কাঁধে বাড়তি করের বোঝা: উত্তরণে করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: জাগো নিউজ