আজকের আলোচিত ছবি: ০৭ মার্চ ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ আজ ঢাকায় জাতীয় সংসদ ভবন সংলগ্ন শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠ উদ্বোধন করেন। একই সঙ্গে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রতিবন্ধী মহিলা ক্রীড়াবিদদের নিয়ে প্রীতি ফুটবল খেলায় বিজয়ীদের সাথে ফটোসেশনে অংশ নেন। ছবি: পিআইডি
-
পূর্বঘোষণা অনুযায়ী বায়তুল মোকাররমের সামনে থেকে মার্চ ফর খিলাফাহ নামে মিছিল করেছে নিষিদ্ধ হিযবুত তাহরীরের কর্মীরা। তারা মসজিদের উত্তর গেট থেকে তারা মিছিল নিয়ে বিজয় নগর পানির ট্যাংকি এলাকায় গিয়ে থেমে যায়। সেখানে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারসেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। ছবি: জাগো নিউজ
-
চলছে পবিত্র রমজান মাস। রোজাদারের জন্য ইফতারে বাহারি খাবার যেন চিরায়ত ঐতিহ্য। কিন্তু দামে-মানে মিল না থাকায় চকবাজারের ইফতারি যেন জৌলুশ হারাচ্ছে। ছবি: জাগো নিউজ
-
পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি জেলার কাউখালীতে ইউপিডিএফের (মূল) গোপন আস্তানা থেকে বিশেষ অভিযান পরিচালনা করে গোলাবারুদসহ সরঞ্জামাদি উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ছবি: জাগো নিউজ
-
রমজানে পর্যটকশূন্য হয়ে পড়েছে কুয়াকাটা। এতে বেকার দিন কাটাচ্ছে এখানকার অন্তত ১৬ ধরনের পেশার কয়েক হাজার মানুষ। সৈকতের সবগুলো পয়েন্ট ঘুরে দেখা যায়, পর্যটকশূন্য সৈকত। ছবি: জাগো নিউজ