আজকের আলোচিত ছবি: ১৫ এপ্রিল ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আজ ঢাকায় তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে ‘বাংলাদেশের স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের প্রস্তুতি বিষয়ক উচ্চ পর্যায়ের পর্যালোচনা’ সভায় সভাপতিত্ব করেন। ছবি: পিআইডি
-
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ আজ ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বেইজলাইন অ্যান্ড কেএপি অ্যানালাইসিস সার্ভে’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা করেন। ছবি: পিআইডি
-
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব আজ ঢাকায় আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে সব মন্ত্রণালয় বা বিভাগে কর্মরত জনসংযোগ কর্মকর্তাদের অংশগ্রহণে ‘ডিজিটাল ভেরিফিকেশন অ্যান্ড ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তৃতা করেন। ছবি: পিআইডি
-
উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাসে গতকাল বাংলা নববর্ষ উদযাপিত হয়। ছবি: পিআইডি
-
ব্রাজিলের ব্রাসিলিয়ায় বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা গতকাল বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন। ছবি: পিআইডি
-
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, দুই সপ্তাহের মধ্যে বাজারে বোরো ধানের চাল আসবে। আশা করি নতুন ধান উঠলে চালের বাজার আরও সহনীয় হয়ে উঠবে। আজ ভোজ্যতেলের আমদানি ও সরবরাহসহ সার্বিক বিষয় পর্যালোচনা সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ছবি: জাগো নিউজ