ছবিতে বিশ্ব মান দিবসের আয়োজন
আজ বিশ্ব মান দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়েছে। সরকারি-বেসরকারি সংস্থা, শিল্প প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আয়োজন করেছে আলোচনা সভা, প্রদর্শনী ও সচেতনতামূলক অনুষ্ঠান। মান নিয়ন্ত্রণে সচেতনতা বাড়ানো ও পণ্যের গুণগত মান নিশ্চিত করার প্রতিশ্রুতিতে দিনটি পালন করা হয়। দিনটির বিভিন্ন আয়োজনের কিছু ঝলক-ছবিতে তুলে ধরা হলো। ছবি: মাহবুব আলম ও বিএসটিআই এর ফেসবুক পেইজ থেকে
-
এ বছরের বিশ্ব মান দিবসের প্রতিপাদ্য ছিল, ‘এ শেয়ার্ড ভিশন ফর আ বেটার ওয়ার্ল্ড’ অর্থাৎ ‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব নির্মাণে-মান’।
-
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে বিশ্ব মান দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনায় বক্তারা বলেন, বিএসটিআই-এর অনেক ল্যাবরেটরি ইতোমধ্যে আন্তর্জাতিক মান অর্জন করেছে। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে প্রতিষ্ঠানটিকে সম্পূর্ণ আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠানে রূপ দিতে হবে। পাশাপাশি বিএসটিআই-এর সনদ যেন অন্যান্য দেশ গ্রহণ করে, সে জন্য সরকারের বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি করা প্রয়োজন। বক্তারা ভেজাল ও নকলকারীদের বিরুদ্ধে বিএসটিআইকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান।
-
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসটিআই’র মহাপরিচালক (গ্রেড-১) এস এম ফেরদৌস আলম। প্রধান বক্তা ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সভাপতি এ. এইচ. এম. সফিকুজ্জামান, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী এবং এফবিসিসিআই’র আন্তর্জাতিক বিষয়ক প্রধান মো. জাফর ইকবাল। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপ-উপাচার্য প্রফেসর ড. আব্দুল হাসিব চৌধুরী।
-
আলোচনা সভায় উপস্থিত ছিলেন ব্যবসায়ী নেতা, উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী, আমদানি-রপ্তানিকারক ও মান প্রণয়নের সঙ্গে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
-
শিল্প সচিব মো. ওবায়দুর রহমান বলেন, বিএসটিআই এখন এমন এক অবস্থানে পৌঁছেছে, যা অনেক ক্ষেত্রেই আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বিএসটিআইতে স্থাপিত ন্যাশনাল হালাল ল্যাবরেটরিসহ বেশ কিছু ল্যাবরেটরি বিশ্বমানসম্পন্ন। বিএসটিআই থেকে লাইসেন্স পাওয়ার পর ব্যবসায়ীদের সেই মান বজায় রেখে পণ্য বাজারজাত করতে হবে।
-
ক্যাব সভাপতি এ. এইচ. এম. সফিকুজ্জামান বলেন, বিএসটিআই শিল্পের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে জনগণের ধারণা সেই পরিমাণ ইতিবাচক নয়। এ্যালোকেশন অব বিজনেস অনুযায়ী হালাল সনদ প্রদান বিএসটিআই’র দায়িত্ব এবং তাদের আন্তর্জাতিক মানের হালাল ল্যাবরেটরি রয়েছে। হালাল সনদকে যথাযথভাবে প্রমোট করা গেলে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের হালাল পণ্যের রপ্তানি বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।
-
শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ-আরএফএলের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান খান চৌধুরী বলেছেন, দেশের পণ্যের ক্ষেত্রে যে স্ট্যান্ডার্ড বা মান প্রণয়ন করা হচ্ছে, অনেকক্ষেত্রে সেটি বিশ্বের অন্য উন্নত দেশগুলোর মানের সঙ্গে মিলছে না। যে কারণে পণ্য রপ্তানি ব্যাহত হচ্ছে। তিনি বাংলাদেশে পণ্য, সেবা বা প্রক্রিয়ার মান নির্ধারণ করা একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনকে (বিএসটিআই) আন্তর্জাতিক মানের পণ্যমান প্রণয়নের আহ্বান জানিয়েছেন।
-
শুধু রাজধানীতেই নয়, দেশের বিভিন্ন জায়গায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়েছে।
-
বিএসটিআই জেলা কার্যালয় ও জেলা প্রশাসন কক্সবাজারের যৌথ আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় ৫৬তম বিশ্ব মান দিবস-২০২৫। জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজীব।
-
গাজীপুরে বিশ্ব মান দিবস-২০২৫ উপলক্ষে জেলা প্রশাসন, গাজীপুর ও বিএসটিআই-গাজীপুর আঞ্চলিক কার্যালয়ের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
-
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে বিশ্ব মান দিবস ২০২৫ উদযাপন করা হয়।