ফুটপাতের ঈদ বাজার
ঈদের সময় যত ঘনিয়ে আসছে ঈদের বাজারও তত জমে উঠছে। এবারের আয়োজন রাজধানীর ফুটপাতের ঈদ বাজার নিয়ে।
-
জমে উঠেছে রাজধানীর ফুটপাতের ঈদ বাজার। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুটপাতের দোকান থেকে কেনাকাটা করছেন। গুলিস্তান এলাকা থেকে ছবি তুলেছেন বিপ্লব দিক্ষিৎ। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
এবারের ঈদের কেনাকাটায় স্থান পাচ্ছে প্রিয় ফুটবল দলের জার্সি। প্রিয় দলের জার্সি কিনছেন ফুটবল ভক্তরা। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
লুঙ্গির দোকান। স্বল্প ও নিন্ম আয়ের মানুষ সাধারণত ফুটপাতের দোকান থেকে কেনাকাটা করে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
ক্রেতারা পছন্দের পোশাক খুঁজছেন। দোকানটিতে উপচে পড়া ভিড়। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
প্যান্টের দোকানে চলছে ক্রেতাদের প্যান্ট বাছাই করা। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
ফুতপাতের বেচা-বিক্রি অনেক ভালো। সকাল থেকে গভীর রাত অবধি চলে কেনাকাটা। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
ফুটপাতের কেনাকাটায় মাঝে মধ্যে বৃষ্টি বিড়ম্বনার সৃষ্টি করে। তাই দোকানে পলিথিন টাঙিয়ে নেয়া হয়েছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ