টুং টাং শব্দে মুখর বেনাপোলের কামারপল্লি

প্রকাশিত: ০৯:৫৬ এএম, ১৫ জুন ২০২৪ আপডেট: ১০:২৯ এএম, ১৫ জুন ২০২৪

যশোরের শার্শা-বেনাপোলে গ্রামীণ প্রাচীনতম ঐতিহ্যবাহী কামার শিল্প নানা সংকটে আজ প্রায় বিলুপ্তির পথে। প্রয়োজনীয় উপকরণের অভাব, কারিগরদের মজুরি বৃদ্ধি, তৈরি পণ্যসামগ্রী বিক্রি মূল্য কম, কয়লার মূল্য বৃদ্ধি, বিদেশ থেকে বড় বড় ব্যবসায়ীদের স্টিল সামগ্রী আমদানিসহ চরম আর্থিক সংকট ও উৎপাদিত পণ্যের চাহিদা কম থাকায় ও বিভিন্ন প্রতিকূলতার কারণে এ উপজেলা কামার শিল্প প্রায় বিলুপ্তির পথে।