আজকের আলোচিত ছবি: ০৬ ডিসেম্বর ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ গতকাল সৌদি আরবের রিয়াদে ইউএনসিসিডি কপ১৬-এর ‘হাই লেভেল ইন্টারেক্টিভ ডায়লগ অন সাসটেইনেবল এগ্রিফুড সিস্টেমস’ শীর্ষক অধিবেশনে অংশ নেন। ছবি: পিআইডি
-
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে গতকাল সৌদি আরবের রিয়াদে ইউএনসিসিডি কপ১৬-এর সাইডলাইনে আইইউসিএনের গ্লোবাল ওয়াটার প্রোগ্রামের ডিরেক্টর ড. জেমস ডাল্টন বৈঠক করেন। ছবি: পিআইডি
-
পাকিস্তানকে গুঁড়িয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে পাকিস্তানের যুবাদের ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশের যুবারা। দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কাকে সমান ৭ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। আগামী ৮ ডিসেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা জয়ের লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ছবি: সংগৃহীত
-
যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরে এসেছেন আরও ১০৫ বাংলাদেশি। এসব বাংলাদেশি সেখানে আটকা পড়েছিলেন। পররাষ্ট্র এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতে বাংলাদেশ মিশন এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় বৃহস্পতিবার রাতে তারা দেশে ফিরে আসেন। ছবি: সংগৃহীত
-
বাংলাদেশ থেকে বিগত ১৫ বছরে পাচারকৃত ২৮ লাখ কোটি টাকা ফিরিয়ে এনে বন্ধ পাট, সুতা, বস্ত্র, চিনিকল চালু করা এবং নতুন শিল্প কারখানা গড়ে তুলে বেকারত্ব নিরসনের দাবি জানিয়েছেন শ্রমিকরা। আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় শ্রমিক ফেডারেশন, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ও জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান তারা। ছবি: জাগো নিউজ