প্রতিদিন দেড় কোটি টাকার শিম বিক্রি হয় যে আড়তে
প্রকাশিত: ০২:১৫ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৪
আপডেট: ০২:১৫ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৪
পাবনার ঈশ্বরদীর মুলাডুলি আমবাগান কাঁচামালের আড়তে প্রতিদিন প্রায় দেড় কোটি টাকার শিম বেচাকেনা হচ্ছে। সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ক্রেতা-বিক্রেতা, আড়তদারদের পদচারণায় মুখর থাকে এ আড়ত। ছবি: শেখ মহসীন
-
অন্যান্য বছর আগাম শিমের ভরা মৌসুমে আড়তে প্রতিদিন দুই থেকে আড়াই কোটি টাকার শিম বেচাকেনা হলেও এবার দফায় দফায় প্রবল বষর্ণের ফলে আগাম শিমের ফলন কিছুটা বিপর্যয় হয়েছে। ফলে গত ১০ বছরের মধ্যে এবার শিমের উৎপাদন কম হয়েছে।
-
আড়তজুড়ে শিম বেচাকেনার মহাকর্মযজ্ঞ চলছে। শত শত ভ্যান, পাওয়ার ট্রলি, অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে কৃষকরা শিম আড়তে আনছেন।
-
শিমের ব্যাপারী, আড়তদার ও ব্যবসায়ীরা চাষিদের সঙ্গে শিমের আকারভেদে দরদাম করে কেনাবেচা করছেন। প্রতিটি আড়তে শিমের স্তূপ।
-
আড়তে শ্রমিকরা শিম ওজন করে বস্তাজাত করছেন। আবার কেউ শিমের বস্তা ট্রাকে তুলছেন।