আজকের আলোচিত ছবি: ০৭ ডিসেম্বর ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) উদ্যোগে আয়োজিত এবিসিডি সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন। ছবি: পিআইডি
-
অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ভারত আমদানি-রপ্তানি বন্ধ করলে উভয় দেশ ক্ষতিগ্রস্ত হবে। তবে সেটা তাদের বিষয়। ছবি: আহসানুর রহমান রাজীব
-
পার্শ্ববর্তী দেশের রাজনীতিক, নীতিনির্ধারকসহ আরও অনেকেই এই স্বৈরাচারের জন্য মায়াকান্না করছে। ডাহা মিথ্যার বেড়াজাল নির্মাণ করে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তারা। কিন্তু প্রযুক্তির এই যুগে তারা সফল হতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি: খালেদ হাসান
-
বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমির ও কেন্দ্রীয় শুরা সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি আনতে সেখানে সেনা মোতায়েন এবং শান্তি চুক্তি বাতিল করা উচিত। ছবি: জাগো নিউজ
-
এবারের শীত মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শনিবার সকালে নওগাঁর বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ছবি: জাগো নিউজ
-
রাঙ্গামাটির সাজেক থেকে ফেরার পথে পর্যটকবাহী জিপ পাহাড়ি খাদে পড়ে গেছে। এতে ১০ পর্যটক আহত হয়েছে। ছবি: সাইফুল উদ্দীন
-
রাঙ্গামাটির সাজেক থেকে ফেরার পথে পর্যটকবাহী জিপ পাহাড়ি খাদে পড়ে গেছে। এতে ১০ পর্যটক আহত হয়েছে। ছবি: সাইফুল উদ্দীন