আজকের আলোচিত ছবি: ২৮ ডিসেম্বর ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
গাজীপুরে ভাওয়াল সম্মেলন কক্ষে বন ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: পিআইডি
-
বনভূমি ও পরিবেশ রক্ষার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বনভূমি দখলদাররা যত প্রভাবশালী বা ক্ষমতাবান হোক না কেন তাদের উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: আমিনুল ইসলাম
-
কক্সবাজারে হাশেমিয়া কামিল মাদরাসা মাঠে ‘রিইউনিয়ন হাশেমিয়ান-২০২৪’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ছবি: পিআইডি
-
খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশন উপলক্ষে সমাবেশ শুরু হয়েছে। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলটির অনুসারীরা অংশ নিয়েছেন। ছবি: নাহিদ সাব্বির
-
অপরাধ কমাতে পুলিশের কাছে ওইভাবে কোনো ‘ম্যাজিক’ নেই বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। ছবি: তৌহিদুজ্জামান তন্ময়
-
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে বলে উল্লেখ করে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, এখনো বিভিন্ন অনুষ্ঠানে যেয়ে নিজেদের পুলিশ অফিসার পরিচয় দিতে লজ্জাবোধ করছি। ছবি: তৌহিদুজ্জামান তন্ময়
-
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ। বিগত স্বৈরাচার সরকারের হাজার হাজার কোটি টাকার দুর্নীতি ঢাকতে সচিবালয়ে অগ্নিসংযোগ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ফাইল পুড়িয়ে দেওয়া হয়েছে। ছবি: জিতু কবীর
-
বিএনপি-জামায়াতকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক।
-
নৌযান শ্রমিকদের কর্মবিরতির প্রভাব পড়েছে মোংলা বন্দরে। বন্দরে অবস্থানরত ১৪ বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে পণ্য খালাস হলেও পরিবহন সম্পূর্ণ বন্ধ রয়েছে। ফলে নৌপথে সৃষ্টি হয়েছে অচলাবস্থা। ছবি: আবু হোসাইন সুমন
-
সম্প্রতি আজারবাইনে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৩৮ জন নিহত হয়েছে। ছবি: তাস