বাণিজ্যমেলায় একদিন
পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে জমে উঠেছে বাণিজ্যমেলা। ছবি: জান্নাত শ্রাবণী
-
শহরের বাইরে হওয়ায় মেলায় যাওয়ার জন্যে পরিবহনের বিশেষ ব্যবস্থা করা হয়েছে। মাসব্যাপী এই রুটে বিআরটিসির বাস চলাচল করবে।
-
সারাদিন তেমন ভিড় না থাকলেও সন্ধ্যায় বাড়ে দর্শনার্থীদের ভিড়। ক্রেতা-দর্শনার্থীদের ভিড় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে মেলার গেটের দায়িত্বে থাকা কর্মীদের। টিকিট কাটার অপেক্ষায় থাকে অনেক মানুষ।
-
মেলায় মিলছে হরেক রকমের পণ্য।
-
মেলায় বিভিন্ন পণ্যর স্টলের পাশাপাশি রয়েছে শিশুদের বিনোদনের ব্যবস্থা।
-
দুপুরের তপ্ত রোদের মধ্যেও আনন্দে মেতে আছে শিশুরা।
-
প্রতিবারের মতো এবারও মেলায় দেশের বিভিন্ন কারাগারের বন্দিদের তৈরি পণ্যের পসরা নিয়ে বসেছে বাংলাদেশ কারাপণ্য স্টল।
-
রয়েছে তুর্কিসহ বিভিন্ন দেশের স্টল।
-
বাহারি সব পণ্যর পসরা সাজিয়ে বসেছে তারা।
-
গৃহস্থালির আসবাব ছিল চোখে পড়ার মতো।
-
অনেকেই ঘুরে দেখছেন মেলায় থাকা জুলাই ও ৩৬ চত্বরে।
-
মেলায় রয়েছে ফিমেইল ও বেবি কর্নার।
-
মেলায় পাওয়া যাচ্ছে বাহারি সব ব্যাগ।
-
আরএফএলের স্টল সাজানো হয়েছে বিভিন্ন ডিজাইনের সাইকেল এবং আকর্ষণীয় প্লাস্টিক পণ্য দিয়ে।
-
পছন্দের জিনিস কিনতে ব্যস্ত তারা।