বয়স একটি সংখ্যা মাত্র, প্রমাণ করলেন সোহেল তাজ
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের ছেলে, গাজীপুর-৪ কাপাসিয়া আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ সামাজিক রীতি মেনে বিয়ে করেছেন। ছবি: ড্রিম ওয়েডিং এর ফেসবুক পেজে থেকে
-
১৭ জানুয়ারি রাজধানীর বনানীর একটি রেস্তোরাঁয় অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ৫৫ বছর বয়সী সোহেল তাজ জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন।
-
বিয়ের পরের মুহূর্তে ক্যামেরাবন্দি তারা।
-
‘আয়রন গার্ল’ এর গলায় মালা পড়িয়ে দিচ্ছেন বডি বিল্ডার সোহেল তাজ।
-
মালা পড়ানোর দুষ্ট-মিষ্টি স্মৃতি।
-
এর আগে ২৯ ডিসেম্বর ধানমন্ডিতে নিজের ফিটনেস সেন্টারে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে হাঁটু গেড়ে বসে সেই সেন্টারের ট্রেইনার শাহনাজ পারভীন শিমুর হাতে আংটি পরিয়ে বাগদান করেন সোহেল তাজ।
-
আংটি বদলের পর এবার নেট দুনিয়ায় তাদের বিয়ের ফটোশুটের কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে।
-
তাদের বিয়ের ছবি ও ভিডিও প্রকাশ করেছে ওয়েডিং ফটোগ্রাফি প্রতিষ্ঠান রাহাত লাক্সারি ফটোগ্রাফি এবং ড্রিম ওয়েভার।
-
প্রতিষ্ঠান দুটি তাদের ফেসবুক পেজে এসব ছবি ও ভিডিও পোস্ট করেছে।
-
কাবিনে সই করার মুহূর্ত।
-
আয়নায় নিজেদের দেখতে ব্যস্ত নব-দম্পতি।
-
ছবিতে রোমান্টিক মুডে ধরা দিয়েছেন বডি বিল্ডার সোহেল তাজ।
-
অনুষ্ঠানে সোহেল তাজ পরেছিলেন সাদা রঙের শেরওয়ানি ও পায়জামা, গলায় সাদা রঙের কারুকাজের মালা।
-
শিমু পরেছিলেন সাদার সঙ্গে হালকা গোলাপি রঙের দৃষ্টিনন্দন পোশাক।
-
একাধিক ছবি ও ভিডিওতে নব-দম্পতির একান্ত আনন্দময় মুহূর্ত ফুটে উঠেছে।
-
এ যেন ভরসার কাধ।
-
হাস্যোজ্জ্বল জুটি।