শীতে বেড়েছে হাঁসের কদর
প্রকাশিত: ০২:৫৮ পিএম, ২২ জানুয়ারি ২০২৫
আপডেট: ০২:৫৮ পিএম, ২২ জানুয়ারি ২০২৫
শীত এলেই ভোজনরসিকেদের প্রিয় হয়ে ওঠে হাঁসের মাংস। তাই শীত এলেই সারাদেশের মতো রাজধানীর বিভিন্ন হাট বাজার ও পথের ধারে হাঁস বিক্রির হিড়িক পড়তে দেখা যায়। ছবি: মাহবুব আলম
-
প্রতি সপ্তাহের বুধবারে জমে উঠে বনশ্রীর মেরাদিয়ার বাজার।
-
মেরাদিয়ায় রমরমা হাঁসের বাজার।
-
বিক্রেতাদের হাঁকডাকে জমে উঠেছে বাজার।
-
চাহিদা অনুযায়ী পছন্দের হাঁস বেছে নিচ্ছেন ক্রেতারা।
-
দরদাম করে হাঁস কিনছেন ক্রেতারা।
-
শীতকাল হওয়ায় হাঁসের দাম তুলনামূলক কম।
-
সবচেয়ে কমদামে পাওয়া যাচ্ছে বেইজিং হাঁস। আকারভেদে ৫০০-৫৫০ টাকা গুনতে হচ্ছে প্রতি হাঁসের জন্য।
-
দেশি হাঁস বিক্রি হচ্ছে ৫৫০-৬০০ টাকায়।
-
আকারভেদে চীনা হাঁস বিক্রি হচ্ছে ১০০০-১৫০০টাকায়।
-
২০০০-২৫০০ টাকায় মিলছে রাজহাঁস।
-
বাজারের পাশেই দেশি ৫০, চীনা ৮০ ও রাজহাঁস ১০০ টাকা করে ড্রেসিং করা হচ্ছে।