আজকের আলোচিত ছবি: ২২ জানুয়ারি ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস সুইজারল্যান্ডের ডাভোসের ফিন্যান্সিয়াল টাইমস হাউজে ইমেজিন ইভেন্ট-১ পল পোলম্যানের কাছে সাক্ষাৎকার দেন। ছবি: পিআইডি
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস সুইজারল্যান্ডের ডাভোসের ফিনান্সিয়াল টাইমস হাউসে ইমেজিন ইভেন্টে অংশগ্রহণকারীদের সাথে ফটোসেশনে অংশ নেন। ছবি: পিআইডি
-
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সাথে ঢাকায় আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে তার অফিসকক্ষে সাক্ষাৎ করেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন। ছবি: পিআইডি
-
মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইউনাইটেড নেশন্স পপুলেশন ফান্ডে কারিগরি সহায়তায় ভায়োলেন্স এগেইনস্ট ওম্যানের জরিপ ২০২৪ সংক্রান্ত সভায় সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ। ছবি: পিআইডি
-
গাজীপুরে একটি পোশাক কারখানার শ্রমিকরা অপর একটি পোশাক কারখানায় ব্যাপক ভাঙচুর চালিয়েছেন। এতে দুই শ্রমিক আহত হয়েছেন। এই ঘটনায় ওই এলাকার বেশ কিছু পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। ছবি: আমিনুল ইসলাম
-
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন নয়, আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবছে কমিশন। এখন জাতির সামনে সবচেয়ে বড় ফোকাস সংসদ নির্বাচন। ছবি: শাওন খান
-
দেশের বিভিন্ন স্থানের মতো সিলেটেও জেঁকে বসেছে তীব্র শীত। শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে হিমেল বাতাস ও ঘন কুয়াশা। ছবি: আহমেদ জামিল