নিঃস্বার্থ ভালোবাসা
প্রাণীদের মধ্যে কুকুর খুবই প্রভুভক্ত। একথা আমরা সবাই জানি। মালিকের জন্যে জীবনও বিলিয়ে দিতে পারে এই প্রাণীটি। এমন হাজারো দৃষ্টান্ত আছে। এসব কারণেই হয়তো কুকুরের প্রতি মানুষের একটি আজন্ম অকৃত্রিম ভালোবাসা রয়েছে। ছবি: মাহবুব আলম
-
সোহরাওয়ার্দী উদ্যানে থাকেন রতন নামের এক যুবক। তার সঙ্গী ‘টাইসন’ নামের একটি কুকুর।
-
রতন সোহরাওয়ার্দী উদ্যানে চা বিক্রি করেন। তবে কিছুদিনের জন্য পার্ক ছেড়ে অন্য জায়গায় চলে যান।
-
এতেই বাধে বিপত্তি। তার কুকুরটি রতনের শোকে নাওয়া-খাওয়া ছেড়ে দেয়। যেন বেঁচে থাকার কোনো ইচ্ছেই নেই তার।
-
তবে রতন ফিরে আসায় আবারও আগের মতো সতেজ হয়ে ওঠে টাইসন।
-
ভালোবাসার মানুষটিকে পেয়ে আনন্দে মেতে ওঠেছে অবুঝ এই প্রাণীটি।
-
এদিকে পার্কে ফিরেই সঙ্গী টাইসনের যত্নে ব্যস্ত হয়ে পড়েন রতন।
-
নিজ হাতে গোসল করিয়ে দিচ্ছেন অবুঝ প্রাণীটিকে।
-
এ ভালোবাসায় নেই কোনো চাওয়া-পাওয়া। আছে শুধু একে অপরের প্রতি অগাধ আস্থা।