আজকের আলোচিত ছবি: ২৭ জানুয়ারি ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমার সঙ্গে আজ মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে সাক্ষাৎ করেন বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক। ছবি: পিআইডি
-
ফরিদপুরে নদী গবেষণা ইনস্টিটিউটে পরিচালনা বোর্ডের ৫৫তম সভায় সভাপতিত্ব করেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: পিআইডি
-
মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘ভূমিসেবা ডিজিটাইজেশন কার্যক্রম অবহিতকরণ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে অংশ নেন ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। ছবি: পিআইডি
-
টেবিলের নিচে টাকা দেওয়ার চেয়ে বাড়তি ভ্যাট ভালো বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি: মফিজুল সাদিক
-
দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করাসহ ১০ বিষয়ে একমত হয়েছে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। ছবি: খালিদ হোসেন
-
ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত সাত সরকারি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় আগামী চার ঘণ্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ড. মামুন আহমেদের পদত্যাগ ও ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ৭ কলেজের সব একাডেমিক ও প্রশাসনিক সম্পর্ক ছিন্ন করে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন করার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। ছবি: নাহিদ হাসান
-
রাজধানীর মহাখালী বাস টার্মিনালের সামনে পরিবহন শ্রমিকরা সড়ক অবরোধ করার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। অন্যদিকে রাজধানীর বসুন্ধরা গেট এলাকায় সড়ক খোঁড়াখুঁড়িতে রামপুরা-কুড়িল সড়কেও যানজট লেগে রয়েছে। ছবি: তৌহিদুজ্জামান তন্ময়
-
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে একটি পর্যটকবাহী জিপ (চাঁন্দের গাড়ি) উল্টে সাত পর্যটক আহত হয়েছেন। ছবি: জাগো নিউজ
-
পার্বত্য খাগড়াছড়ির দুর্গম এলাকায় চিকিৎসাবঞ্চিত পাহাড়ি জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করেছে গুইমারা রিজিওনের অধীন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা সেনা জোন। ছবি: জাগো নিউজ
-
মানুষ ও প্রাণীর ভালোবাসার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নের কুশারিয়া গ্রামের বাসিন্দা ব্যাটারিচালিত অটোরিকশার চালক লিটন মিয়া। ছবি: আরিফ উর রহমান টগর
-
খুলনা বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের গ্রেফতারের প্রতিবাদ ও জামিনের দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন ট্যাংক-লরি শ্রমিকরা। ছবি: মো. আরিফুর রহমান