জ্ঞান পিপাসুদের মিলনমেলা সুধীজন পাঠাগার
প্রকাশিত: ০৩:২৫ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ০৩:২৫ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৫
নারায়ণগঞ্জে বেসরকারি পাঠাগারের মধ্যে অন্যতম ‘সুধীজন পাঠাগার’। ছবি: মোবাশ্বির শ্রাবণ
-
দীর্ঘ প্রায় পাঁচ যুগেরও বেশি সময় ধরে এ পাঠাগার জেলায় জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছে।
-
নারায়ণগঞ্জ প্রেসক্লাবসংলগ্ন একটি ভবনের তৃতীয় তলায় অবস্থিত পাঠাগারটিতে রয়েছে প্রায় ৪০ হাজার বইয়ের সমাহার।
-
প্রতিদিন দুপুর সাড়ে ১২টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত শহরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এখান থেকে জ্ঞান আহরণ করেন।
-
বই পড়ার সুযোগের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমেও সম্পৃক্ততা পাঠাগারটির।
-
সুধীজন পাঠাগারে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন রকমের প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে।