আজকের আলোচিত ছবি: ০৩ ফেব্রুয়ারি ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে সাক্ষাৎ করেন বাংলাদেশে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। ছবি: পিআইডি
-
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালাউই ডিফেন্স ফোর্স কমান্ডার জেনারেল পল ভ্যালেন্টিনো ফিরি। ছবি: পিআইডি
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শন করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ছবি: পিআইডি
-
মন্ত্রণালয়ের সভাকক্ষে কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির সভায় সভাপতিত্ব করেন ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। ছবি: পিআইডি
-
ঢাকায় রমনা কালী মন্দিরে সরস্বতী পূজা উপলক্ষ্যে বাণী অর্চনা ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। ছবি: পিআইডি
-
ঢাকায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগে পরিবেশ অধিদপ্তর বাস্তবায়িতব্য ‘প্রজেক্ট ফর দ্য ইমপ্রুভমেন্ট অফ ইকুইপমেন্ট ফর এয়ার পলিউশন মনিটরিং’ শীর্ষক প্রকল্পে আর্থিক সহায়তার লক্ষ্যে বাংলাদেশ ও জাপান সরকারের মধ্যে আজ ‘বিনিময় নোট’ চুক্তি সই হয়েছে। এসময় উপস্থিত ছিলেন জাপানের পার্লামেন্টারি ভাইস মিনিস্টার ফর ফরেন অ্যাফেয়ার্স ইকুইনা আকিকো। ছবি: পিআইডি
-
সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে টানা আন্দোলন করছেন শিক্ষার্থীরা। ছবি: হাসান আদিব
-
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলন করে আসছেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সবশেষ তারা মহাখালী রেল ক্রসিং অবরোধ করেছেন। ছবি: নাহিদ সাব্বির
-
চলতি বছরের ডিসেম্বর অথবা ২০২৬ সালের জুনে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। ছবি: সাখাওয়াত হোসেন
-
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চাঁদাবাজির পথ প্রশস্ত করতে চব্বিশের শহীদরা প্রাণ দেননি। দোহাই লাগে এসব বন্ধ করুন। শহীদদের রক্ত যেন বৃথা না যায়। এসব করলে শহীদদের রক্তের অসম্মান হবে। ছবি: আবদুল্লাহ আল-মামুন
-
চট্টগ্রামের সীতাকুণ্ডে ডাম্প ট্রাকে মাইক্রোবাসের ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। নিহতরা একই পরিবারের সদস্য। ছবি: এম মাঈন উদ্দিন