আজকের আলোচিত ছবি: ০৪ ফেব্রুয়ারি ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং। ছবি: পিআইডি
-
ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘দ্যা ফিউচার অফ সোশ্যাল প্রোটাকশন ইন বাংলাদেশ’ বিষয়ক কর্মশালায় বক্তৃতা করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ছবি: পিআইডি
-
ঢাকায় বিয়াম ফাউন্ডেশনের মাল্টিপারপাস হলে বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত ন্যাশনাল ট্রেড ফ্যাসিলিটেশন কমিটির অষ্টম সভায় সভাপতির বক্তৃতা করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ছবি: পিআইডি
-
ঢাকায় জাতীয় জাদুঘরে ‘জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৫’ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের ব্রিফ করেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ছবি: পিআইডি
-
সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে টানা সাতদিন আন্দোলন করার পর অবশেষে ক্লাস ও পরীক্ষায় ফিরেছেন কলেজটির শিক্ষার্থীরা। ছবি: জাগো নিউজ
-
কুমিল্লায় নিহত যুবদল নেতা তৌহিদুল ইসলামের স্ত্রী ও বড় ভাইসহ পরিবারের পাঁচ সদস্য সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ছবি: জাহিদ পাটোয়ারী
-
স্বল্পমূল্যে স্টল বরাদ্দ, টেন্ডার বাতিল করে নতুন টেন্ডার করাসহ তিন দফা দাবিতে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন বরিশালের চৌমাথা বাজারের ক্ষুদ্র ফল ব্যবসায়ীরা। ছবি: শাওন খান
-
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাসের বদলির আদেশ ঠেকাতে মানববন্ধন করা হয়েছে। তাকে কমলনগরের দায়িত্বে পুনর্বহালের দাবি জানান আন্দোলনকারীরা। ছবি: কাজল কায়েস