চেরাডাঙ্গী ঘোড়া মেলা
প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ০৪:০১ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৫
দিনাজপুর সদরের চেরাডাঙ্গী মেলায় উদ্বোধনের দুদিন আগেই জমে উঠেছে ঘোড়া বাজার। মেলায় এরইমধ্যে ৩০০ ঘোড়া এসেছে। ছবি: এমদাদুল হক মিলন
-
উদ্বোধনের দিন কমপক্ষে ৫০০-৬০০ ঘোড়ার আসবে বলে জানান আয়োজকরা। ৬ ফেব্রুয়ারি মেলার উদ্বোধন হবে।
-
জানা যায়, বিক্রির জন্য দেশের বিভিন্ন এলাকা থেকে ঘোড়া নিয়ে মেলায় এসেছেন ব্যবসায়ীরা।
-
রাজা, বিজলী রানী, রাস্তার পাগল, রংবাজ, পারলে ঠেকাও, কাজলি, তাজিয়া, কুমার রাজা, বিজলী, বাহাদুর এমন বাহারি নামের ঘোড়া দেখা গেছ।
-
জনশ্রুতি আছে, ৭৮ বছর আগে শুরু হওয়া এই মেলায় আগে গরু, ছাগল, ঘোড়া, মহিষসহ উট ও দুম্বা বিক্রি হতো। ভারতের বিভিন্ন অঞ্চল থেকে এসব প্রাণী আনা হতো। বর্তমানে শুধু গরু, মহিষ ও বেচাকেনা হয়।
-
প্রায় আড়াই কিলোমিটার এলাকাজুড়ে এ মেলা ঘিরে প্রায় ২০ গ্রামে থাকে উৎসবের আমেজ।