ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মাধ্যমে সংঘটিত সব কর্মকাণ্ডের যথাযথ বিচার ও তাদের প্রশাসনিক সহযোগীদের শাস্তি নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। ছবি: হাসান আলী
-
এসময় ছাত্রদলের পক্ষ থেকে ঢাবি উপাচার্যকে স্মারকলিপি দেওয়া হয়।
-
দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।
-
এসময় নেতাকর্মীদের হাতে বিচারের দাবি সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।
-
মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপাচার্য কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
-
এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের নেতৃত্বে উপাচার্যকে স্মারকলিপি দেন তারা। উপাচার্যের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।
-
স্মারকলিপিতে ছাত্রলীগ ও তাদের প্রশাসনিক সহযোগীদের শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়ার মাধ্যমে বিচারহীনতার এ সংস্কৃতির অবসান ঘটাতে দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন ঢাবি ছাত্রদলের নেতারা।