মিরসরাইয়ে শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর
প্রকাশিত: ০৮:০৮ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ০৮:০৮ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৫
চট্টগ্রামের মিরসরাই উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে দিয়েছে ছাত্র-জনতা। ছবি: এম মাঈন উদ্দিন
-
৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতা, জাতীয় নাগরিক কমিটির ব্যানারে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করে।
-
এ সময় উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
-
তারা ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।
-
মিরসরাই বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি আসিফ বলেন, মিরসরাই উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত শেখ মজিবুর রহমানের ম্যুরাল বৈষম্যবিরোধী ছাত্র-জনতা, জাতীয় নাগরিক কমিটির সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের কর্মীদের সমন্বয়ে ভাঙচুর করা হয়েছে। আমরা ফ্যাসিবাদের কোনো চিহ্ন বাংলার মাটিতে রাখবো না।