লসে লবণ বিক্রি, দুশ্চিন্তায় চাষিরা
কক্সবাজারের টেকনাফে মৌসুমের শুরুতে মাঠ থেকে লবণ উৎপাদন শুরু করেছেন চাষিরা। তবে লবণের ন্যায্য মূল্য না পেয়ে হতাশা প্রকাশ করেছেন তারা। ছবি: জাহাঙ্গীর আলম
-
চাষিরা বলেন, ‘মৌসুমের শুরুতে ভালো লবণ উৎপাদন হচ্ছে। তবে ন্যায্য মূল্য পাওয়া যাচ্ছে না। আমরা চাষিরা দুশ্চিন্তার মধ্যে আছি।’
-
তারা বলেন, ‘প্রতিমণ লবণ উৎপাদনে খরচ পড়ে যাচ্ছে ৪০০ টাকা। অথচ বিক্রি করতে পারছি ৩০০ টাকা মণ। লাভতো দূরের কথা, প্রতিমণে ১০০ টাকা লোকসান গুনতে হচ্ছে।
-
সাবরাং ইউনিয়নের বাসিন্দা ছৈয়দ করিম বলেন, ‘বিগত বছর লবণ উৎপাদন করে যে আয় হতো, তাতেই পুরো বছর পরিবারের অন্যান্য সব খরচ মেটানো যেতো। এখনতো আমরা লবণের ন্যায্য মূল্য পাচ্ছি না। অথচ লবণ উৎপাদন করা ছাড়া আমার অন্য কোনো ব্যবসা নেই। ন্যায্য মূল্য না পেলে আমরা ক্ষতিগ্রস্ত হবো।’
-
এ বিষয়ে কক্সবাজার বিসিক কর্মকর্তা মো. ইদ্রিস বলেন, গুদামজাত করা লবণ যাতে দ্রুত বিভিন্ন জায়গায় রপ্তানি করা যায়, সেজন্য আমরা কাজ করছি। আশা করি, আগামী দুই সপ্তাহের মধ্যে লবণের দাম স্বাভাবিক পর্যায়ে চলে আসবে।