নদীতে বাঁধ, পানি সংকটে হাজারো কৃষক
চাঁদপুরে ডাকাতিয়া নদীতে বাঁধ দিয়ে মাছ ধরায় পানি সংকটে পড়েছে হাজারো কৃষক ও নদীর পাড়ের বাসিন্দারা। ছবি: শরীফুল ইসলাম
-
ফরিদগঞ্জ উপজেলার ৫নম্বর গুপ্টি পূর্ব ইউনিয়নের গল্লাক বাজারের পূর্ব পাশে ব্রিজের দক্ষিণে বাঁধ নির্মাণ করে মাছ শিকার করায় এক পাশে পানি থাকলেও অপর পাশে নেই পানি।
-
এতে গল্লাক থেকে শুরু করে দক্ষিণে লক্ষ্মীপুর জেলার কাটাখালি পর্যন্ত হুমকিতে পড়েছে প্রায় ৫০০ হেক্টরের আবাদি কৃষি জমি।
-
স্থানীয় কৃষকদের দাবি, আবাদি জমির রোপা ধান রক্ষায় দ্রুত পানির ব্যবস্থা করা।
-
স্থানীয় একটি মহল মাছ শিকারের জন্য বাঁধ দিয়ে মাছ ধরায় এই সমস্যা দেখা দিয়েছে।
-
স্থানীয়রা জানান, কিছু মানুষ লাভবান হওয়ার জন্য নদীতে বাঁধ দিয়ে মাছ শিকার করছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকসহ স্থানীয় মানুষ। নদীতে পানি একেবারে কম, তার উপর বাঁধ দেয়ায় আমরা পানি সংকটে ভুগছি।
-
ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া বলেন, নদীতে বাঁধ দেয়ার বিষয়ে তদন্ত চলছে। নদীতে বাঁধ দিয়ে মাছ ধরা অপরাধ।
-
উপজেলার কোথায় কোথায় বাঁধ দিয়ে মাছ ধরা হচ্ছে, তা চিহ্নিত করা হচ্ছে। আবার কিছু কিছু জায়গায় বাঁধগুলো অপসারণ করা হয়েছে। সামনে এসব জায়গাগুলোতে অবৈধভাবে বাঁধ দেয়া হলে দ্রুত অপসারণসহ ব্যবস্থা নেওয়া হবে।