শহীদ মিনারে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা
প্রহসনের বিচার বন্ধ, নির্দোষ চাকরিচ্যুত বিডিআরদের ক্ষতিপূরণ দিয়ে চাকরিতে পুনর্বহালসহ ৬ দফা দাবিতে শহীদ মিনারে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন পিলখানা হত্যাকাণ্ডে ভুক্তভোগী চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের স্বজনরা। ছবি: হাসান আলী
-
আজ সকাল ৯টা থেকেই তারা কেন্দ্রীয় শহীদ মিনারে জড় হন।
-
অনেকে রাত থেকেই শহীদ মিনারে অবস্থান নেন।
-
চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা শহীদ মিনারের চারপাশে বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছেন।
-
তাদের সবার মাথায়ও বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যাচ।
-
শহীদ মিনারের একপাশে একটি সামিয়ানা টাঙিয়ে রাত্রিযাপন ও বিশ্রামের ব্যবস্থাও করেছেন তারা। সেখানে অনেকে বিশ্রাম করছেন।
-
অবস্থান কর্মসূচিতে তারা ‘বিজিবি না বিডিআর, বিডিআর বিডিআর’, ‘দিল্লি না ঢাকা-ঢাকা ঢাকা’, ‘আপস না সংগ্রাম-সংগ্রাম সংগ্রাম’ সহ দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
-
এ সময় সারা দেশ থেকে আগত চাকরিচ্যুত বিডিআর সদস্যরা এবং তাদের পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন। আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারিও তাদের অবস্থান কর্মসূচি চলবে।
-
বিএম কামরুজ্জামান নামের একজন বিডিআর সদস্য বলেন, তৎকালীন স্বৈরশাসক শেখ হাসিনা তার মসনদকে টিকিয়ে রাখার জন্য চৌকস বিডিআর বাহিনীকে ধ্বংস করে পার্শ্ববর্তী দেশকে খুশি করবার জন্য নিরীহ বিডিআরদের পরিকল্পিত হত্যাযজ্ঞ চালিয়ে বিচারের নামে সাজা দিয়েছে। এটা কোনো বিদ্রোহ নয়, এটা ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড।
-
আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার করে বিডিআরদের চাকরিতে পুনর্বহাল করা হোক।