আজকের আলোচিত ছবি: ০৩ মার্চ ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
ঢাকায় আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ছবি: পিআইডি
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করেন ইউরোপীয় কমিশনার ফর প্রিপেয়ারডনেস, ক্রাইসিস ম্যানেজমেন্ট অ্যান্ড ইকুয়ালিটি হাদজা লাহবিব। ছবি: পিআইডি
-
ইউরোপীয় কমিশনার ফর প্রিপেয়ারডনেস, ক্রাইসিস ম্যানেজমেন্ট অ্যান্ড ইকুয়ালিটি হাদজা লাহবিবকে জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্রের ওপর প্রকাশিত ‘আর্ট অফ ট্রাইম্ফ’ বইটি উপহার দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ছবি: পিআইডি
-
ঢাকায় আগারগাঁওয়ে নাক, কান, গলা ও হেড-নেক ক্যান্সার হাসপাতাল ও ইন্সটিটিউটে ‘বিশ্ব শ্রবণ দিবস-২০২৫’ উপলক্ষে আয়োজিত র্যালিতে অংশ নেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: পিআইডি
-
রাজধানীর শাহজাদপুরে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের পর চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত চারজনের পরিচয় পাওয়া যায়নি। তবে তারা সবাই পুরুষ বলে জানা গেছে। ছবি: তৌহিদুজ্জামান তন্ময়
-
গাজীপুরে এক পোশাক শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে কারখানা ভাঙচুর, অগ্নিসংযোগসহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। এসময় বেশ কয়েকটি যানবাহনে আগুন দেন তারা। ছবি: আমিনুল ইসলাম
-
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। ছবি: সাখাওয়াত হোসেন
-
রাজশাহীতে রমজানের প্রথম দিন থেকেই জমে উঠেছে ইফতার বাজার। ছবি: সাখাওয়াত হোসেন