আজকের আলোচিত ছবি: ০৪ মার্চ ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ঢাকায় তেজগাঁওয়ে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় সভাপতিত্ব করেন। ছবি: পিআইডি
-
ঢাকায় নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে ২৩ ডিসেম্বর-২০২৪ তারিখে চাঁদপুর জেলার হাইমচর উপজেলার মেঘনা নদীতে এম ভি আল বাখেরা নামক সারবাহী নৌযানে সংঘটিত দুর্ঘটনায় নিহত শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। ছবি: পিআইডি
-
শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন ঢাকায় নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে ২৩ ডিসেম্বর-২০২৪ তারিখে চাঁদপুর জেলার হাইমচর উপজেলার মেঘনা নদীতে এম ভি আল বাখেরা নামক সারবাহী নৌযানে সংঘটিত দুর্ঘটনায় নিহত শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন। ছবি: পিআইডি
-
রাজনৈতিক দল গঠনের পর প্রথম দলীয় কর্মসূচিতে সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ছবি: ফেসবুক থেকে
-
রাজধানীর হাতিরঝিলে একটি মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন লেগেছে। ছবি: তৌহিদুজ্জামান তন্ময়
-
বগুড়ার শাজাহানপুরে একই স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় ফ্লাইওভার নির্মাণের দাবিতে ৩ ঘণ্টা ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করে রাখেন স্থানীয় উত্তেজিত জনতা। ছবি: জাগো নিউজ
-
হবিগঞ্জের লাখাইয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় (টমটম) যাত্রী ওঠানো নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। ছবি: সৈয়দ এখলাছুর রহমান খোকন
-
ইট ভাটার কার্যক্রম এ বছর চালু রাখার দাবিতে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক অবরোধ এবং গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করেছেন মালিক ও শ্রমিকরা। ছবি: আসিফ ইকবাল