নিষিদ্ধ হিযবুত তাহরীরের মিছিলে পুলিশের বাধা
রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় ‘মার্চ ফর খিলাফাত’ নাম দিয়ে মিছিল করে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর। তাদের এই মিছিলকে ঘিরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
-
সংগঠনটি মসজিদের উত্তর গেট থেকে মিছিল নিয়ে পল্টন মোড় হয়ে বিজয়নগর পানির ট্যাংকির দিকে যায়। এরই মাঝে টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। ছবি: জাগো নিউজ
-
পুলিশকে রুখে দাঁড়ানোর চেষ্টা করে নিষিদ্ধ সংগঠনটির নেতা-কর্মীরা। এর ফলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ছবি: জাগো নিউজ
-
কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে ২ জনকে। ছবি: জাগো নিউজ
-
এর আগে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের ডাকা ‘মার্চ ফর খিলাফাত’ কর্মসূচি ঘিরে রাজধানীর জাতীয় বায়তুল মোকাররম মসজিদ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। ছবি: জাগো নিউজ
-
সার্বিক নিরাপত্তা নিশ্চিতে র্যাব, পুলিশ, সেনাবাহিনী, ডিবি, এপিবিএন ও আনসার বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। ছবি: জাগো নিউজ