ধর্ষকদের বিচারের দাবিতে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ
মাগুরায় আট বছরের শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের ৭২ ঘণ্টার মধ্যে বিচার নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: মাহবুব আলম
-
৯ মার্চ দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ করেন তারা।
-
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে ‘নো মোর রেপিস্ট, উই ওয়ান্ট জাস্টিস’, ‘একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘রশি লাগলে রশি নে, ধর্ষকের ফাঁসি দে’, ‘কণ্ঠে আবার লাগাও জোর, ধর্ষকদের কবর খোড়’, ‘আমার বোন আইসিইউতে, রেপিস্ট কেন বাহিরে’লেখা প্ল্যাকার্ড দেখা যায়।
-
শিক্ষার্থীরা বলেন, সম্প্রতি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। বিশেষ করে নারী নিপীড়ন, ধর্ষণ অস্বাভাবিক হারে বেড়ে গেছে।
-
মাগুরায় ৮ বছরের শিশুর ওপর পৈশাচিক বর্বরতা চালানো হয়েছে। সারাদেশে এ নিয়ে তোলপাড় হলেও ধর্ষককে গ্রেফতার দেখাতেই দুইদিন সময়ে নিয়েছে পুলিশ। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।