আজকের আলোচিত ছবি: ০৯ মার্চ ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করেন বাংলাদেশে কুয়েতের রাষ্ট্রদূত আলী তুনিয়ান আব্দুল ওয়াহাব হামাদাহ। ছবি: পিআইডি
-
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সঙ্গে মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের এগ্রিকালচার প্রাকটিস গ্রুপের প্রাকটিস ম্যানেজার টমাস রিকার্ডো রোসাদা ভিলামার। ছবি: পিআইডি
-
ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে মাগুরায় ধর্ষণের শিকার শিশুকে দেখতে গিয়ে চিকিৎসার খোঁজখবর নেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: পিআইডি
-
কক্সবাজারে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাঠপ্রশাসন ও প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে করণীয়’ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। ছবি: পিআইডি
-
সারাদেশে চলমান ধর্ষণের ঘটনার প্রতিবাদ জানিয়ে ধর্ষকদের কঠোর শাস্তির দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। ছবি: হাসান আদিব
-
ঠাকুরগাঁওয়ে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার স্কুলশিক্ষক মোজাম্মেল হক মানিককে কারাগারে পাঠিয়েছেন আদালত। ছবি: তানভীর হাসান তানু