ধর্ষকের বিচার দাবিতে শাহবাগে শিক্ষার্থীদের অবস্থান
ধর্ষণ ও নারী নিপীড়নে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। ছবি: বিপ্লব দীক্ষিৎ
-
আজ দুপুর পৌনে ১২টার দিকে তারা সেখানে অবস্থান নেন।
-
‘শাহবাগ ব্লকেড’ নামে পূর্বঘোষিত এ কর্মসূচিতে ৩০টি কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন বলে দাবি করেছেন শিক্ষার্থীরা।
-
‘শাহবাগ ব্লকেড’ নামে পূর্বঘোষিত এ কর্মসূচিতে ৩০টি কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন বলে দাবি করেছেন শিক্ষার্থীরা।
-
দুপুর সাড়ে ১২টার দিকে সেখানে প্রায় ২০০ শিক্ষার্থীকে জড়ো হয়ে বিক্ষোভ করতে দেখা গেছে। সন্ধ্যা পর্যন্ত তারা সেখানে অবস্থান করবেন বলে জানিয়েছেন।
-
তারা ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’, ‘তুমি কে, আমি কে, আছিয়া আছিয়া’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকদের ফাঁসি চাই’সহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
-
শিক্ষার্থীরা বলেন, নারী নিপীড়নের প্রতিবাদে তারা শাহবাগ অবরোধের ঘোষণা দিয়েছিলেন। রোজায় নগরবাসীর ভোগান্তির কথা চিন্তা করে ব্লকেড কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। ব্লকেড কর্মসূচির পরিবর্তে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে পাশের ফাঁকা রাস্তায় অবস্থান কর্মসূচি করবেন। এ কর্মসূচি সন্ধ্যা পর্যন্ত চলবে।