আজকের আলোচিত ছবি: ১১ মার্চ ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করেন বাংলাদেশে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিভিচ খোজিন। ছবি: পিআইডি
-
বাংলাদেশে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিভিচ খোজিনকে জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের ওপর প্রকাশিত ‘আর্ট অফ ট্রায়ম্ফ’ বই উপহার দেন প্রধান উপদেষ্টা। ছবি: পিআইডি
-
ঢাকার আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনে ২০২৫-২৬ অর্থবছরের কর, শুল্ক ও ভ্যাট সংক্রান্ত জাতীয় বাজেট প্রণয়নের লক্ষ্যে প্রাক-বাজেট সভায় সভাপতিত্ব করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। ছবি: পিআইডি
-
ঢাকায় আগারগাঁওয়ে আইসিটি ভবনে ‘ব্যক্তিগত তথ্য সুরক্ষা অধ্যাদেশ পর্যালোচনা বিষয়ক কর্মশালা ২০২৫’ শীর্ষক অনুষ্ঠানে দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তৃতা করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। ছবি: পিআইডি
-
পাঠ্যবই ছাপার কাগজ কেনার সঙ্গে রাখাল রাহার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান। ছবি: সংগৃহীত
-
পাঁচ দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন কুমিল্লা মেডিকেল কলেজের (কুমেক) ইন্টার্ন চিকিৎসকরা। এতে দূরদূরান্ত থেকে হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনরা ভোগান্তিতে পড়েছেন। ছবি: জাহিদ পাটোয়ারী
-
শরীয়তপুরে ইট ভাটার লাইসেন্স নবায়ন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পাওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছেন ভাটা মালিক ও শ্রমিকরা। ছবি: বিধান মজুমদার অনি
-
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, শেখ হাসিনা চেয়েছিলেন সবাইকে মেরে ফেলে হলেও ক্ষমতা ধরে রাখতে। কিন্তু আমাদের লড়াই শুধু হাসিনার বিরুদ্ধে নয়, বরং যাদের মধ্যে ফ্যাসিবাদের চরিত্র ফুটে উঠবে আমরা তাদের বিরুদ্ধেও লড়াই করবো। ছবি: সাখাওয়াত হোসেন
-
মৌলভীবাজার পৌর শহরের প্রধান সড়কগুলোর দু’পাশের ফুটপাতের সিংহভাগ দখল করে চলছে অবৈধ বাণিজ্য। এতে চলাফেরা করতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে পথচারীদের। ছবি: ওমর ফারুক নাঈম