সড়কের ওপর শতবর্ষী হাট
কুমিল্লার পদুয়ার বাজার। দেশের দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় মাছ বাজার হিসেবে পরিচিত। শতবর্ষী এই বাজারের সুনাম রয়েছে কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলাজুড়ে। ছবি: জাহিদ পাটোয়ারী
-
সপ্তাহে মাত্র দুদিন কয়েক ঘণ্টার জন্য সড়কের ওপর বসে এই হাট। প্রতি হাটে প্রায় দুই থেকে আড়াই কোটি টাকার মাছ বিক্রি হয়।
-
অন্য বাজারের তুলনায় এই বাজার কমদামে দেশি ও সামুদ্রিক বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায়।
-
প্রতি রোববার ও বৃহস্পতিবার দুপুর আড়াইটা থেকে মধ্যরাত পর্যন্ত বাজারে নারী ও পুরুষ ক্রেতাদের উপচে পড়া ভিড় থাকে।
-
প্রতি রোববার ও বৃহস্পতিবার দুপুর আড়াইটা থেকে মধ্যরাত পর্যন্ত বাজারে নারী ও পুরুষ ক্রেতাদের উপচে পড়া ভিড় থাকে।
-
ছোট-বড় সব অনুষ্ঠানের জন্য মাছ কিনতে কুমিল্লাসহ আশপাশের জেলা থেকে আসেন ক্রেতারা। রাত যত গভীর হয় মাছের দাম ততোই কমতে থাকে। এ যেন এক মাছের রাজ্য।