ভিড় বেড়েছে গাবতলীতে
পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ি ছুটছে মানুষ। তবে বিগত দিনগুলোতে গাবতলীতে আশানুরূপ চাপ না থাকলেও সকাল থেকে যাত্রীর উপস্থিত বেড়েছে বলে জানিয়েছে পরিবহন সংশ্লিষ্টরা। যাত্রীর চাপ বাড়লেও কোনো রুটেই অতিরিক্ত গাড়ি দেওয়া লাগছে না বলেও জানান তারা। ছবি: অভিজিৎ রায়
-
আসন্ন ঈদ যাত্রায় বিগত দিনগুলোতে আশানুরূপ যাত্রী না থাকার কথা জানানো হলেও আজ গাবতলী বাস টার্মিনালে মোটামুটি যাত্রীর চাপ দেখা গেছে।
-
কোনো কোনো কাউন্টারের সামনে যাত্রীদের ভিড়ও দেখা গেছে। তবে বিগত বছরগুলোর মতো যাত্রীদের উপচে পড়ার চিত্র নেই।
-
প্রতিটি কাউন্টারের টিকিট বিক্রয় প্রতিনিধিরা যাত্রীদের ডাকছেন।
-
যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক আছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
-
টার্মিনালের প্রবেশমুখে রয়েছে পুলিশ ও র্যাবের কন্ট্রোল রুম। একই সঙ্গে গাবতলী সড়কের যানজট নিরসনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ ভূমিকা রাখছে।
-
এছাড়াও টার্মিনালের মাইকে অতিরিক্ত ভাড়া আদায় করলে অভিযোগের আহ্বান ও পরিবহন কাউন্টার থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করতে নির্দেশনাও দেওয়া হচ্ছে।