আজকের আলোচিত ছবি: ৩০ মার্চ ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
পবিত্র ঈদুল ফিতর ঘিরে কোনো নাশকতার শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: অভিজিৎ রায়
-
সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, গত ২০ বছরে ঈদযাত্রা এত স্বস্তির হয়নি। সবার সম্মিলিত প্রচেষ্টায় এবার স্বস্তির ঈদযাত্রা সম্ভব হয়েছে। ছবি: জাগো নিউজ
-
রাজধানীতে অনুষ্ঠিত সব ঈদ জামাতের নিরাপত্তায় ১৫ হাজার পোশাকধারী পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে ‘সমন্বিত নিরাপত্তা বলয়’ গড়ে তোলা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ছবি: জাগো নিউজ
-
র্যাব মহাপরিচালক একেএম শহিদুর রহমান বলেছেন, ঈদের ছুটিতে পর্যটন ও বিনোদনকেন্দ্রগুলোতে প্রচুর মানুষের সমাগম হবে। মানুষ যেন নিরাপদে বিনোদন করতে পারে সেজন্য আমরা সেসব স্থানে নিরাপত্তাব্যবস্থা রেখেছি। ছবি: অভিজিৎ রায়
-
ঈদের ছুটিতে রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালগুলো সব ধরনের প্রস্তুতি নিয়েছে। ছবি: সালাহ উদ্দিন জসিম
-
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট হাসিনাবিরোধী আন্দোলনে বিএনপি এবং অঙ্গ-সংগঠনের নেতাকর্মী যারা গুম, খুন ও হত্যার শিকার হয়েছেন তারা ও তাদের পরিবারের ব্যাপারে অন্তর্বর্তী সরকার উদাসীন। ছবি: জাগো নিউজ