আজকের আলোচিত ছবি: ৩১ মার্চ ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
জাতীয় ঈদগাহ মাঠে সাধারণ মুসল্লিদের সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবি: জাগো নিউজ
-
জাতীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ এবং খুতবা শেষে দেশ ও মুসলিম জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে ফিলিস্তিনে নির্যাতিত মুসলিমদের ওপর আল্লাহর রহমত প্রার্থনায় বিশেষ দোয়া করা হয়। ছবি: জাগো নিউজ
-
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১৫ বছরের চেয়ে এবারের ঈদ আনন্দটা আমাদের জন্য আলাদা। অনেক তফাৎ রয়েছে। আমরা মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করছি। ছবি: জাগো নিউজ
-
ঢাকার মানুষের নিরাপত্তায় সড়কে কাটছে পুলিশের ঈদ। ছবি: জাগো নিউজ
-
ঢাকার মানুষের নিরাপত্তায় সড়কে কাটছে পুলিশের ঈদ। ছবি: জাগো নিউজ
-
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে নিহত সুমাইয়া আক্তারের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। ছবি: মো. আকাশ
-
জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ফ্যাসিস্টমুক্ত নতুন বাংলাদেশে সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। ছবি: সফিকুল আলম
-
পটুয়াখালীর কুয়াকাটায় ঈদের দিনে ভিড় করেছে পর্যটকরা। ছবি: আসাদুজ্জামান মিরাজ
-
লাখো মুসল্লির অংশগ্রহণে শেষ হলো শোলাকিয়ার ঈদের জামাত। সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তার মধ্যদিয়ে প্রতিবছরের মতো এবারও দেশের সর্ববৃহৎ ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। ছবি: এসকে রাসেল
-
খুলনায় ঈদ-উল-ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থানে নিহত শহীদের মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। ছবি: আরিফুর রহমান
-
সাতক্ষীরার আশাশুনিতে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে অন্তত ছয়টি গ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ভেসে গেছে হাজার হাজার বিঘা মৎস্য ঘের। এতে ম্লান হয়েছে গ্রামবাসীর ঈদ আনন্দ। ছবি: আহসানুর রহমান রাজীব