আজকের আলোচিত ছবি: ৬ এপ্রিল ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বাংলাদেশি পণ্যের ওপর নতুন করে ৩৭ শতাংশ রিসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এই শুল্ক আরোপের বিষয়ে পর্যালোচনা করতে অর্থ উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক শুরু হয়েছে।
-
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন আজ ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫’ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। এসময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম উপস্থিত ছিলেন। ছবি: পিআইডি
-
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ঢাকায় শেরাটন হোটেলে ‘মানব পাচার সংক্রান্ত বিমসটেক সাব-গ্রুপ’ শীর্ষক বৈঠকে বক্তব্য রাখেন। ছবি: পিআইডি
-
ঢাকায় মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: পিআইডি
-
ঢাকায় ‘জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৫’ উদযাপন উপলক্ষে জাতীয় স্টেডিয়ামে সুবিধাবঞ্চিত অনূর্ধ্ব ১৭ শিশুদের ফুটবল টুর্নামেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: পিআইডি
-
কুমিল্লার বাড়বকুণ্ড সেকশনে কর্তব্যরত অবস্থায় গেটম্যান নাজমুল হাসান ও জালালউদ্দিনের ওপর দুর্বৃত্তদের ছুরিকাঘাতের প্রতিবাদ ও দোষীদের বিচারের আওতায় আনা এবং নিরাপদ কর্মস্থলের পরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল। ছবি: জাগো নিউজ
-
ভোলায় অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের দায়ে দুটি লঞ্চকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।