বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বিনিয়োগ সম্মেলন
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আয়োজনে চারদিনব্যাপী ‘বিনিয়োগ সম্মেলন-২০২৫’ শুরু হয়েছে। ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক থেকে
-
বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনে ৭ এপ্রিল সকালে একদল বিদেশি বিনিয়োগকারী বিশেষ ফ্লাইটে চট্টগ্রামে আসেন।
-
বিনিয়োগকারীরা কেইপিজেডে পৌঁছালে তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
-
সেখানে তারা কেইপিজেড পরিদর্শন করেন।
-
পরিদর্শনের পাশাপাশি তারা সেখানকার কর্মীদের সঙ্গে কথা বলেন।
-
প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
-
চার দিনব্যাপী (৭ এপ্রিল-১০ এপ্রিল) বিনিয়োগ সম্মেলন-২০২৫ বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বিনিয়োগ সম্মেলন।
-
মার্কিন যুক্তরাষ্ট্র, চীন , জাপান ও দক্ষিণ কোরিয়াসহ ৪০টি দেশের শীর্ষস্থানীয় ৬ শতাধিক দেশি-বিদেশি বিনিয়োগকারী এ সম্মেলনে অংশ নেবেন।
-
এবারের সম্মেলনে বিদেশি বিনিয়োগকারীদের কাছে সম্ভাবনাময় মোট পাঁচটি সেক্টরে (নবায়নযোগ্য জ্বালানি, কৃষি প্রক্রিয়াকরণ, ফার্মাসিটিক্যাল, ডিজিটাল ইকোনমি এবং টেক্সটাইল) বিনিয়োগের সুযোগ-সুবিধা তুলে ধরে উৎসাহিত করা হবে।
-
বিদেশি বিনিয়োগকারীদের একত্রে এনে বাংলাদেশে বিনিয়োগের জন্য তাদের মনের সব জিজ্ঞাসার জবাব দেওয়ার জন্য সরকারের উপদেষ্টা, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনার সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে।
-
বিদেশি বিনিয়োগকারীদের পাশাপাশি দেশীয় বিনিয়োগকারীদের কেউ নিজেদের পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার সুযোগ করে দেওয়া হচ্ছে।
-
৬ এপ্রিল রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সম্মেলনে কী কী ইভেন্ট থাকছে তা তুলে ধরেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী পরিচালক চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।