বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিন আজ
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আয়োজনে চারদিনব্যাপী ‘বিনিয়োগ সম্মেলন-২০২৫’ এর দ্বিতীয় দিন আজ। ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক থেকে
-
নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন বিদেশি বিনিয়োগকারীদের একটি দল।
-
পরিদর্শনকালে তারা বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বিনিয়োগ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
-
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সুইডিশ কোম্পানি নিলোর্নের কারখানা স্থাপনে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
-
নিলোর্নের বাংলাদেশ ইউনিট ‘নিলোর্ন বাংলাদেশ লিমিটেড’ এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল কাইয়ুম ও বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনের ব্যবস্থাপনা পরিচালক তারো কাওয়াচির সমঝোতা স্মারকে সই করেন।
-
প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
-
এর আগে সম্মেলনের প্রথম দিন ৭০ জন বিনিয়োগকারীর একটি দল বিশেষ ফ্লাইটে চট্টগ্রামে যান। সেখানে তারা মিরসরাই অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন।