আজকের আলোচিত ছবি: ১১ এপ্রিল ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
শিক্ষা বিস্তারে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) বিনিয়োগ ও ভর্তুকি অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, নগরীর শিক্ষাখাতকে ঢেলে সাজাতে সব ধরনের সহযোগিতা করা হবে। ছবি: জাগো নিউজ
-
রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আজ অ্যাকশন এইড বাংলাদেশের যুব অ্যাক্টিভিস্টা আয়োজিত বিশ্বের চলমান গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকে তরুণ জলবায়ু কর্মীরা অংশগ্রহণ করেন। ছবি: পিআইডি
-
ছুটির দিন কাটাচ্ছেন রাজধানীর মিরপুরে চিড়িয়াখানায় আসা হাজারো দর্শনার্থী। আজ দুপুরে চিড়িয়াখানায় গিয়ে দেখা যায়, দর্শনার্থীদের বেশিরভাগই শিশু-কিশোর। কিশোর-কিশোরীদের সংখ্যাও উল্লেখযোগ্য। ছবি: জাগো নিউজ
-
এ বছর থেকে বাংলা নববর্ষ বরণের অন্যতম আয়োজন ‘মঙ্গল শোভাযাত্রা’ নামটি আর থাকবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে রাজধানীতে বাংলা নববর্ষের এবারের শোভাযাত্রার নাম হবে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। ছবি: ফাইল ছবি
-
ব্যাপক সমালোচনার মধ্যেও গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি বর্বরতা। এতে অবরুদ্ধে উপত্যকাটিতে মৃত্যুর মিছিল থামছেই না। গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) সেখানে আরও ২৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ছবি: এএফপি (ফাইল)
-
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহছিনা আকতার বানুর নেতৃত্বে গতকাল ঢাকার মোহাম্মদপুরের বসিলায় উন্মুক্ত স্থানে নির্মাণসামগ্রী রেখে বায়ুদূষণকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ছবি: পিআইডি