মার্চ ফর গাজায় মানুষের ঢল
গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে রাজধানী ঢাকায় ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালন করা হয়। রাজধানীর বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কর্মসূচিতে অংশ নেন হাজারো মানুষ।
-
স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সোহরাওয়ার্দী উদ্যানে এসে মিলিত হন। মিছিলে অংশ নেওয়া অধিকাংশের হাতে ফিলিস্তিনের পতাকা ও বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়। ছবি: জাগো নিউজ
-
‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’ স্লোগানে মুখরিত হয় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকা। বিকেল ২টা ৪০ মিনিট থেকে সোহরাওয়ার্দী উদ্যান, টিএসসি ও শাহবাগজুড়ে এই স্লোগান শুরু হয়। ছবি: জাগো নিউজ
-
মার্চ ফর গাজার উদ্দেশে মিছিল নিয়ে আসেন আস সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শায়খ আহমাদুল্লাহ, ইসলামি চিন্তাবিদ মিজানুর রহমান আজহারী, এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। ছবি: সংগৃহীত
-
মার্চ ফর গাজা কর্মসূচিকে কেন্দ্র করে ফিলিস্তিনের পতাকা ও আল-আকসা মসজিদ সম্বলিত ফিতা বিক্রি জমজমাট হয়ে ওঠে। এ ছাড়া কালেমা তাইয়েবা লেখা সম্বলিত ফিতাও বিক্রি হয়। ছবি: জাগো নিউজ
-
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বরোচিত অত্যাচারের দৃশ্য অভিনয়ের মাধ্যমে তুলে ধরেন সংস্কৃতিকর্মীরা। এ সময় চারিদিকে ইসরায়েল বিরোধী স্লোগান ধ্বনিত হয়। ছবি: জাগো নিউজ
-
ফিলিস্তিনের গাজায় নিহত শিশুর প্রতীকী মরদেহ নিয়ে হাজির হয় এক কিশোর। রক্তাক্ত কফিন হাতে বিষণ্ন মুখে তাকিয়ে আছে কিশোরটি। ছবি: জাগো নিউজ