আজকের আলোচিত ছবি: ১২ এপ্রিল ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ সমাবেশে অংশ নিতে মানুষের ঢল নামে। ছবিটি আজ দুপুরে শাহবাগ মোড় এলাকা থেকে তোলা। ছবি: মাহবুব আলম
-
চারুকলায় পুড়ে গেলো ফ্যাসিবাদের মুখাকৃতি ও শান্তির পায়রার মোটিফ। তাই নিরাপত্তা বাড়ানো হয়েছে চারুকলায়। আজ দুপুর ১২টায় ঘটনাস্থল পরিদর্শন করেন ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী। ছবিটি চারুকলা থেকে তোলা। ছবি: জাগো নিউজ
-
মোনাজাতের মাধ্যমে শেষ হয় ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। আজ বিকেল পৌনে ৪টায় মোনাজাত করা হয়। মোনাজাত করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। ফিলিস্তিনের পক্ষে কয়েক লাখ লোক এ কর্মসূচিতে অংশ নেন। ছবি: জাগো নিউজ
-
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম এবং তুরস্কের বাণিজ্য মন্ত্রী অধ্যাপক ড. ওমর বোলাত গতকাল তুরস্কে ‘আন্টালিয়া কূটনীতি ফোরাম ২০২৫’-এর সাইডলাইনে সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি
-
মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ আজ রাজধানীর বারিধারায় কসমোপলিটন ক্লাবে উইমেন এন্টারপ্রেনিয়ার অ্যাসোসিয়েশনের ৩য় সভা, ঈদ পুনর্মিলনী এবং নববর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। ছবি: পিআইডি
-
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আজ রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স প্রাঙ্গণে বিহু, বিঝু, বিষু, বৈসু, চাংক্রান, সাংক্রান, সাংগ্রাহন, সাংগ্রাইং এবং বাংলা নববর্ষ ১৪৩২ এর উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন। ছবি: পিআইডি