আজকের আলোচিত ছবি: ২২ এপ্রিল ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, কাতারের আমিরের বোন এবং আর্থনা সামিটের আয়োজক শেখা হিন্দ বিনতে হামাদ আল থানির সঙ্গে ছবি তোলেন কাতার সফররত বাংলাদেশি ক্রীড়াবিদরা। ছবি: সিএ প্রেস উইং
-
ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৫’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ছবি: পিআইডি
-
ঢাকায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) তৃতীয় দিনের আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ উপস্থিত ছিলেন। ছবি: পিআইডি
-
‘যশোরের দুঃখ’ খ্যাত ভবদহ জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের পথে হাঁটছে সরকার। এ লক্ষ্যে এরইমধ্যে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন জলবালয়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: মিলন রহমান
-
ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের সংঘর্ষে আহত পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন। ছবি: জাগো নিউজ
-
সংঘর্ষ এবং সহিংসতা এড়াতে বুধবার ও বৃহস্পতিবার বন্ধ ঘোষণা করেছে ঢাকা সিটি কলেজ। ছবি: মাহবুব আলম
-
উপাচার্যের পদত্যাগ দাবিতে অনশনরত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। ছবি: আরিফুর রহমান