আজকের আলোচিত ছবি: ০৪ মে ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সঙ্গে মন্ত্রণালয়ে তার অফিস কক্ষে বাংলাদেশে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধি ড. জিয়াওকুন শির নেতৃত্বে প্রতিনিধিদল বৈঠক করেন। ছবি: পিআইডি
-
প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে ঢাকায় তার অফিস কক্ষে সাক্ষাৎ করেন বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ আল হামুদি। ছবি: পিআইডি
-
লক্ষ্মীপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রাথমিক শিক্ষার উন্নয়নে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। ছবি: পিআইডি
-
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে মন্ত্রণালয়ের সভাকক্ষে কানাডার ইন্দো-প্যাসিফিক ট্রেড রিপ্রেজেন্টেটিভ পল থপপিলের নেতৃত্বে প্রতিনিধিদল সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি
-
ঢাকায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ১২ দলীয় জোটের আলোচনা অনুষ্ঠিত হয়। কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ আলোচনা সভায় সভাপতিত্ব করেন। ছবি: পিআইডি
-
নোয়াখালীতে রেলের মান বৃদ্ধি ও নতুন বরাদ্দকৃত ‘সুবর্ণচর এক্সপ্রেস’ চালুর দাবিতে রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। এসময় ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে দেড় ঘণ্টা দেরিতে ছেড়ে যায়। ছবি: ইকবাল হোসেন মজনু
-
মুচলেকা দিলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা মামলা ও সাধারণ ডায়েরি থেকে মুক্তি মিলবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অভিযুক্ত শিক্ষার্থীদের। ছবি: শাওন খান
-
দুর্গন্ধে দমবন্ধ অবস্থা, এর মাঝেই চলছে ক্লাস। একহাতে নাক চেপে ক্লাস করতে হচ্ছে শিক্ষার্থীদের। স্কুলে এসে অনেকে অসুস্থ হয়ে পড়ছে। দিনদিন কমছে উপস্থিতির হার। ছবি: আলমগীর হোসাইন
-
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন উপজেলার বাসিন্দারা। ছবি: লিপসন আহমেদ
-
চট্টগ্রামের মিরসরাইয়ের গোভনীয়া খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। ছবি: এম মাঈন উদ্দিন