অবরোধ-যানজটে নাকাল নগরবাসী
আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও দলটি নিষিদ্ধসহ ৩ দাবিতে রাজধানীর শিশুমেলা সড়ক আটকে দিয়ে আন্দোলন করছে জুলাই আন্দোলনে আহতরা। ফলে শ্যামলী থেকে ধানমন্ডি গামী একমুখী সড়কে বন্ধ রয়েছে যান চলাচল। দীর্ঘ যানজটে ভোগান্তিতে পরছেন সাধারণ মানুষ। ছবি: অভিজিৎ রায়
-
দুপুর ১টার পর পর সড়ক অবরোধ করেন তারা। এসময় আনুমানিক ১৫-২০ জন আন্দোলনকারীরা সড়কে ব্যারিকেড দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধসহ বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।
-
এছাড়াও যান চলাচল বন্ধে দীর্ঘ যানজটে গন্তব্যগামী সাধারণ মানুষকে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে রওনা দিয়েছে।
-
এর আগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ৭ মে রাত ১০টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন হাসনাত আব্দুল্লাহ। পরে সেখানে যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেনসহ দলটির শীর্ষ নেতারা।
-
এছাড়া জামায়াত, ছাত্রশিবির, এবি পার্টি, গণঅধিকার পরিষদ, ইনকিলাব মঞ্চ, আপ বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা হাসনাত আবদুল্লার ডাকে সাড়া দিয়ে রাতেই যমুনার সামনে যান। পরে শুক্রবার দুপুরে যমুনা সংলগ্ন এলাকায় মঞ্চ বানিয়ে বিক্ষোভ সমাবেশ করেন।