জবি শিক্ষার্থীদের স্লোগানে স্তব্ধ রাজধানীর ব্যস্ত মোড়
তিন দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে টানা দ্বিতীয় দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ১৪ মে সারাদিন রাস্তায় অবস্থান নেওয়ার পর রাতেও তাদের বিক্ষোভ চলতে থাকে রাজধানীর কাকরাইল মসজিদ মোড়ে। ছবি: অভিজিৎ রায়
-
১৫ মে সকালেও আন্দোলনে অংশ নিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বাসে করে শিক্ষার্থীরা এসে যোগ দিচ্ছেন কর্মসূচিতে।
-
সকাল থেকেই কাকরাইল এলাকাজুড়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। মৎস্য ভবন থেকে কাকরাইলমুখী সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেন শিক্ষার্থীরা।
-
সড়কের মাঝখানে বসে, হাতে প্ল্যাকার্ড নিয়ে ও মুখে স্লোগান তুলে তারা তাদের দাবি জানিয়ে যাচ্ছেন।
-
আন্দোলনের কেন্দ্রস্থল কাকরাইল মসজিদ মোড়ে শিক্ষার্থীদের অবস্থান ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল নজরকাড়া। আশপাশে সতর্ক অবস্থানে রয়েছেন তারা। বিশেষ করে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
-
আন্দোলনের কেন্দ্রস্থল কাকরাইল মসজিদ মোড়ে শিক্ষার্থীদের অবস্থান ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল নজরকাড়া। আশপাশে সতর্ক অবস্থানে রয়েছেন তারা। বিশেষ করে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।