সোহরাওয়ার্দী উদ্যানে উচ্ছেদ অভিযান

প্রকাশিত: ০২:২৩ পিএম, ১৫ মে ২০২৫ আপডেট: ০২:২৩ পিএম, ১৫ মে ২০২৫

ঢাকা শহরের কোলাহল থেকে খানিকটা নিঃশ্বাস নেওয়ার জায়গাগুলোর মধ্যে অন্যতম সোহরাওয়ার্দী উদ্যান। ঐতিহাসিক এই স্থানে একদিকে যেমন রয়েছে ১৯৭১ এর চেতনাকে ধারণ করার ইতিহাস, অন্যদিকে দীর্ঘদিন ধরে এখানে গড়ে উঠেছিল অসংখ্য অস্থায়ী দোকানপাট ও আশ্রয়হীন মানুষের ঘরবাড়ি। সকাল থেকেই টিএসসি সংলগ্ন এলাকাজুড়ে ব্যস্ততা। তবে সেটি রিকশার টুংটাং শব্দ কিংবা ভ্যানে করে বাদাম বিক্রেতার হাঁকডাক নয় সেখানে চলছিল বুলডোজারের গর্জন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পক্ষ থেকে পরিচালিত উচ্ছেদ অভিযানে একে একে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে দীর্ঘদিনের গড়ে ওঠা দোকান ও আশ্রয়স্থলগুলো। ছবি: মাহবুব আলম