সোহরাওয়ার্দী উদ্যানে উচ্ছেদ অভিযান
ঢাকা শহরের কোলাহল থেকে খানিকটা নিঃশ্বাস নেওয়ার জায়গাগুলোর মধ্যে অন্যতম সোহরাওয়ার্দী উদ্যান। ঐতিহাসিক এই স্থানে একদিকে যেমন রয়েছে ১৯৭১ এর চেতনাকে ধারণ করার ইতিহাস, অন্যদিকে দীর্ঘদিন ধরে এখানে গড়ে উঠেছিল অসংখ্য অস্থায়ী দোকানপাট ও আশ্রয়হীন মানুষের ঘরবাড়ি। সকাল থেকেই টিএসসি সংলগ্ন এলাকাজুড়ে ব্যস্ততা। তবে সেটি রিকশার টুংটাং শব্দ কিংবা ভ্যানে করে বাদাম বিক্রেতার হাঁকডাক নয় সেখানে চলছিল বুলডোজারের গর্জন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পক্ষ থেকে পরিচালিত উচ্ছেদ অভিযানে একে একে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে দীর্ঘদিনের গড়ে ওঠা দোকান ও আশ্রয়স্থলগুলো। ছবি: মাহবুব আলম
-
মূলত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান গেট এলাকায় উচ্ছেদ অভিযান শুরু করেছে সিটি করপোরেশন।
-
যে জায়গায় আজ চলছে উচ্ছেদ, সেখানে কিছুদিন আগেও দেখা যেত গাঢ় ছায়ার নিচে বইপড়া তরুণ, হকারের ঠেলা-গাড়ি, কিংবা একাকী বসে থাকা কোনো বৃদ্ধের শান্ত মুহূর্ত। ছিল পথশিশুদের খেলাধুলার শব্দ, আর ভাসমান মানুষের ক্ষুদ্র এক ঘরের মতো আশ্রয়।
-
উদ্যানের মূল সৌন্দর্য ও জনসাধারণের চলাচলের সুবিধার্থেই নেওয়া হয়েছে এই পদক্ষেপ।
-
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভেকু মেশিন ভাসমান সব দোকান গুড়িয়ে দেয় এবং অবশিষ্ট অংশগুলো এক এক করে ট্রাকের মধ্যে ফেলে। এই অবস্থায় তড়িঘড়ি করে ব্যবসায়ীরা তাদের জিনিসপত্র যতটা সম্ভব সরিয়ে নিচ্ছেন।