আজকের আলোচিত ছবি: ১৬ মে ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
৪ দফা দাবি আদায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলন চলছে। দাবি আদায়ে বিকেল সাড়ে ৩টা থেকে কাকরাইল মোড়ে গণঅনশন কর্মসূচি শুরু করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। ছবি: জাগো নিউজ
-
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের চাকা উড্ডয়নের পরপরই খুলে পড়ে যায়। ফ্লাইটটিতে ৭১ জন যাত্রী ছিলেন। পরে পাইলটের দক্ষতায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। ছবি: জাগো নিউজ
-
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব উইং জাতীয় যুবশক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠান আজ বিকেল সাড়ে ৪টায় গুলিস্তানের শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউয়ে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। ছবি: জাগো নিউজ
-
জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন হলে ভাসানী জনশক্তি পার্টি ও ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে ৪৯তম ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ছবি: জাগো নিউজ
-
আজ বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ফ্যাসিস্ট বিরোধী জুলাই নেটওয়ার্কের উদ্যোগে একটি প্রতিবাদ সমাবেশে কথা বলেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। ছবি: জাগো নিউজ
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যের হত্যাকাণ্ডে জড়িত আসামিদের দ্রুত গ্রেফতার, সুষ্ঠু বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে শাহবাগ থানা ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালন করেন সাধারণ শিক্ষার্থীরা। ছবি: জাগো নিউজ