আজকের আলোচিত ছবি: ১ জুন ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস জাপানে চার দিনের সরকারি সফর শেষে আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ তাকে স্বাগত জানান। ছবি: পিআইডি
-
ঢাকায় আগারগাঁওয়ে বিডা কার্যালয়ে বিনিয়োগ ও বাণিজ্য বিষয়ক চীন-বাংলাদেশ সম্মেলনে বক্তৃতা করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ছবি: পিআইডি
-
ঢাকায় আগারগাঁওয়ে বিডা কার্যালয়ে বিনিয়োগ ও বাণিজ্য বিষয়ক চীন-বাংলাদেশ সম্মেলনে চীনের বাণিজ্য মন্ত্রী ওয়াং ওয়েনতাওকে একটি প্রতিকৃতির আলোকচিত্র উপহার দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ছবি: পিআইডি
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ঢাকায় আগারগাঁওয়ে বিডা কার্যালয়ে বিনিয়োগ ও বাণিজ্য বিষয়ক চীন-বাংলাদেশ সম্মেলনে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন একটি প্রতিকৃতির আলোকচিত্র উপহার দেন। ছবি: পিআইডি
-
ঢাকায় আগারগাঁওয়ে বিডা কার্যালয়ে বিনিয়োগ ও বাণিজ্য বিষয়ক চীন-বাংলাদেশ সম্মেলনের ফটোবুথে ফটোসেশনে অংশ নেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ছবি: পিআইডি
-
ঢাকায় আগারগাঁওয়ে বিডা কার্যালয়ে বিনিয়োগ ও বাণিজ্য বিষয়ক চীন-বাংলাদেশ সম্মেলনে আগত অতিথিদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ছবি: পিআইডি
-
ঢাকায় আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপন উপলক্ষ্যে ‘পরিবেশ বিষয়ক সংস্কার ভাবনা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: পিআইডি
-
‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ এর কয়েকটি ধারা অপপ্রয়োগের আশঙ্কা আছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি: মাসুদ রানা
-
‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে রোববারও সচিবালয়ে বিক্ষোভ করেছেন কর্মচারীরা। বিক্ষোভ শেষে তারা তিনজন উপদেষ্টার কাছে অধ্যাদেশ বাতিলের দাবিতে স্মারকলিপি দিয়েছেন। ছবি: মাসুদ রানা
-
সিলেটে টানা বৃষ্টিপাত ও উজানের ঢলে বিপৎসীমা ছাড়িয়ে গেছে সুরমা ও কুশিয়ারা নদীর পানি। ছবি: আহমেদ জামিল
-
চট্টগ্রামের মিরসরাইয়ে টানা দুদিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে অনেক মানুষ। ছবি: এম মাঈন উদ্দিন
-
কুষ্টিয়ার দৌলতপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক বসতঘরে ঢুকে পড়ে। এতে ওই বাড়ির দুই নারী আহত হয়েছেন। ছবি: আল-মামুন সাগর